ফটোশপ, ইলাস্ট্রেটর, আউটসোর্সিং ও ফাইভার স্পেশাল
Course Overview
এই ডিভিডি প্যাকেজে কি কি থাকবে?
ফটোশপ
DVD-1 এ থাকছে সম্পুর্ন বাংলায় তৈরি করা ৭০ টি ভিডিও টিউটোরিয়াল। যেখানে ১ থেকে ৫৭ পর্যন্ত ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করা হয়েছে এবং ৫৮ থেকে ৭০ পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রজেক্ট ফাইলের মধ্যে রয়েছে 3D Wooden Box, Animation, Business Card Design, Flyer Design, Letterhead Design, Social Media Cover Design, Resume Design, Brochure Design ইত্যাদি।
DVD-2 এ থাকছে Photoshop CS6 সফটওয়্যার, ৩০০০+ প্রিমিয়াম ফন্ট, ৩০+ প্রিমিয়াম মোকআপ এবং ২৫০+ আইকন।
ইলাস্ট্রেটর
DVD-1 এ থাকছে সম্পুর্ন বাংলায় তৈরি করা ৮০ টি ভিডিও টিউটোরিয়াল। যেখানে ১ থেকে ৬৮ পর্যন্ত ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করা হয়েছে এবং ৬৯ থেকে ৮০ পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রজেক্ট ফাইলের মধ্যে রয়েছে Banner Design, Logo Design, T-Shirt Design, ID Card Design, Icon Design, Brochure Design, Business Card Design, Flyer Design ইত্যাদি।
DVD-2 এ থাকছে Illustrator CC17 সফটওয়্যার, ইলাস্ট্রেটর কিবোর্ড সর্টকাট ফাইল, কালার কোড ডাউনলোড লিঙ্ক, এডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড লিঙ্ক এবং অনেক গুরুত্বপুর্ন ওয়েবসাইটের লিঙ্ক।
আউটসোর্সিং
আউটসোর্সিং DVD তে থাকছে ৫ টি মার্কেটপ্লেস নিয়ে ১৮ টি ভিডিও টিউটোরিয়াল। Fiverr, UpWork, 99Design, Freelancer এবং Graphicriver এই ৫টি অনলাইন মার্কেটপ্লেস নিয়ে এখানে আলোচনা করা আছে। কিভাবে এসব ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে কাজ শুরু করতে হবে, কিভাবে কাজ পাবেন, কিভাবে কাজ করবেন সব ডলার ইনকাম করার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু এ DVD থেকে জানতে পারবেন।
ফাইভার স্পেশাল
ফাইভার স্পেশাল DVD তে থাকছে গ্রাফিক ডিজাইনারদের জন্য ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে ৩০টি ভিডিও টিউটোরিয়াল। এটি গ্রাফিক ডিজাইনারদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা। এসব ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি সহজেই ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে জানতে পারবেন যে কিভাবে এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়। এ মার্কেটপ্লেসে একাউন্ট খোলা, কিভাবে কাজ পাবেন, কিভাবে কাজ করবেন, কাজ করা ও টাকা উঠানোর সময় অনেক নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়মের ব্যাতিক্রম হলে আপনার একাউন্ট একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের ভিডিও দেখে কাজ করলে আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবেনা আশা করা যায়।
কিভাবে এই ডিভিডি হাতে পাব?
১) এই ডিভিডি হাতে পেতে হলে আপনাকে প্রথমে অর্ডার করতে হবে। কারণ আমাদের ডিভিডি বাজারে বিক্রয় করা হয় না। অর্ডার করলে আমরা আপনাকে কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারি পাঠিয়ে দিবো। অর্ডার করতে কল করতে পারেন অথবা নিচের অর্ডার ফরম পূরণ করলেও আপনাকে গ্রাফিক স্কুলের যেকোন একজন বিক্রয় প্রতিনিধি কল করে অর্ডার সম্পন্ন করে নিবে এবং আপনাকে ডিভিডি পাঠিয়ে দিবে। এবং, ডিভিডি হাতে পাওয়ার পর আপনাকে গ্রাফিক স্কুল থেকে মোবাইলে মেসেজ এবং ইমেইল পাঠানো হবে। সেখানে www.GraphicSchoolBD.com এর একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। সেটা দিয়ে গ্রাফিক স্কুলের ওয়েবসাইটে লগইন করলেও আপনি এই ডিভিডিতে থাকা সকল ভিডিও দেখতে পাবেন। এবং অনেক কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এই কুইজের মাধ্যমে আপনার দক্ষতার লেভেল নিজে নিজেই যাচাই করতে পারবেন। গ্রাফিক স্কুল থেকে যখন কোন নতুন ভিডিও পাবলিশ করা হবে বা নতুন ভার্সনের ভিডিও পাবলিশ করা হবে সেসব ভিডিও আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তখন ফ্রীতেই দেখতে পাবেন। তার জন্য কোন অতিরিক্ত টাকা দিতে হবে না। তার মানে হচ্ছে আপনি একবার আমাদের ভিডিও প্যাকেজ কিনলে সেটার আপডেট আপনার অ্যাকাউন্ট এর মাধ্যমে সারাজীবন পাবেন। আমরা এই সুযোগ দিচ্ছি কারণ প্রতিবছর নতুন নতুন ভার্সন পরিবর্তন হয় এবং ফ্রীলান্সিং এ অনেক পরিবর্তন আশে সেগুলো যেন আপনারা খুব সহজে পেতে পারেন।
২) আপনি অনলাইনের মাধ্যমেও আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে পারেন। আপনি নিচের অর্ডার ফরম পূরণ করলে আমাদের একজন বিক্রয় প্রতিনিধি আপনাকে কল করবে এবং আপনি তার সঙ্গে কথা বলে বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করে দিলে উনি সঙ্গে সঙ্গে আপনার ইমেইল দিয়ে অ্যাকাউন্ট একটিভ করে ফেলবে এবং আপনার মোবাইলে ও ইমেইলে অ্যাকাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড যাবে। তারপর আপনি www.GraphicSchoolBD.com এ আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে তখনই ভিডিও দেয়া শুরু করতে পারবেন এবং ডিভিডিতে থাকা সকল ফাইল ওই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। এটার মাধ্যমে আপনি যেকোন জায়গা থেকে যখন ইচ্ছা তখন ডিভিও দেখতে পারবেন।
এই ডিভিডি প্যাকেজের মূল্য কত?
“ফটোশপ”, “ইলাস্ট্রেটর”, ”আউটসোর্সিং”, ফাইভার স্পেশাল” এই ৪ টি প্যাকেজের মূল্য ২৮৫০ টাকা কিন্তু সবগুলো একত্রে কিনলে মাত্র ১৭০০ টাকায় পাবেন।
ডিভিডি অর্ডার করার আগে আমাদের ফ্রী ভিডিওগুলো দেখে নিন। নিচের দিকে ফ্রী ভিডিও পাবেন।
অর্ডার করতে কল করুনঃ ০১৮৪৬৭০০৭০০, ০১৮৪৭৩০০১০০, ০১৯৯৬৬০১৮৪৫, ০৯৬০২১১১৬০২
Course Features
- Lectures198
- Quizzes0
- Duration45 hour
- Skill levelbeginner
- LanguageBengali
- Re-take courseN/A
(ফটোশপ লেসন) এই প্যাকেজে ফটোশপের সর্বমোট ৭০ টি ভিডিও টিউটোরিয়াল আছে।
(ইলাস্ট্রেটর লেসন) এই প্যাকেজে ইলাস্ট্রেটরের সর্বমোট ৮০ টি ভিডিও টিউটোরিয়াল আছে।
(আউটসোর্সিং লেসন) এই প্যাকেজে ৫ টি অনলাইন মার্কেটপ্লেসের ১৮ টি ভিডিও টিউটোরিয়াল আছে।
(ফাইভার স্পেশাল লেসন) এই প্যাকেজে ফাইভার মার্কেটপ্লেস নিয়ে ৩০ টি স্পেশাল ভিডিও আছে
5.00 average base on 21 ratings
Reviews
mdirfanhp@gmail.com
Awesome
মামুনুর রশিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই রকম বাংলা টিউটোরিয়াল তৈরি করার জন্য।Naem Islam
Its a Awesome Tutorial.
Thank you so much graphicschoolbd. Really Its a Awesome Tutorial.babualoksarkar@gmail.com
The DVD tutorials are so Awesome & I hope you upgrade more.
Dear GS-BD, I specially thank you for make the best DVD for us like the rural area people of Bangladesh. This are so helpful for me and I think other also. I think this Tutorials make us a Good Freelancer and uphold Dignity of Bangladesh to International Stage.I thanks all who Involved this Great work....shawon120115@gmail.com
Graphicschoolbd
Hope for the best. Best of luck to Graphics school BD and also pray for me that i could make success by learning from your videos. Thank You.gourobkumar75@gmail.com
Very Important dvd
আমি এই ডিভিডি টার ফুল প্যাকেজ কিনেছি। কিনে আমি অনেক কিছু শিখতে পারছি।এই ডিভিডি তে খুব সহজ ভাবে বর্ণনা দেওয়া আছে যাতে অনেক সহজে বুঝা যায়।তো এই ডিভিডি নিয়ে আমি অনেক ভালো কাজ শিখতে পারছি তাই thank you Grapics Design and school কে এতো সুন্দর ডিভিডি বের করার জন্যে।